চুয়াডাঙ্গায় দাওয়াত খেয়ে ফেরার পথে ইঞ্জিনচালিত আলমসাধু থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হামিদা খাতুন (৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইল সিন্দুরিয়া গ্রামের আলমসাধু চালক জহিরুল ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হামিদা খাতুন নিজ মেয়ে ও ননদসহ পরিবারের কয়েকজন সদস্য জহিরুলের আলমসাধুতে করে দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে সন্ধ্যায় একই আলমসাধুতে করে ফেরার পথে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাঠের একটি বাকে পৌঁছালে আলমসাধু থেকে রাস্তার ওপর পড়ে যায় হামিদা বেগম। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে হামিদার মৃত্যু হয়।
আরও পড়ুন: গ্যাস সংকটের কারণে না’গঞ্জে এক বছরে ২৭ জন দগ্ধ ও ৫ জনের মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, ‘হাসপাতালের নারী সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে হামিদার মৃত্যু হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, ‘আলমসাধু থেকে পড়ে হামিদা নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
তিনি বলেন, ‘অভিযোগ না থাকায় ও পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’