চুয়াডাঙ্গায় নির্বাচনকে কেন্দ্র করে ১৩ দিন আগে দুই পক্ষের মারামারিতে আহত দবির আলী (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত দবির আলীর ছেলে মোস্তাফিজুর খোকন ও নাগদাহ ইউনিয়নে সদ্য সমাপ্ত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হায়াত আলীর ভাই সাবেক ছাত্রলীগ নেতা আশিক স্বপন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় আতশবাজি ফোটানোর সময় আর্জেন্টিনা সমর্থক আহত
মোস্তাফিজুর খোকন বলেন, ‘আমার বাবা নাগদহ ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হায়াত আলীর কর্মী ছিলেন। গত ১১ মার্চ রাত ৮টার দিকে জহুরুলনগর গ্রামে আমার বাবাসহ কর্মীরা নির্বাচনী প্রচারণার কাজ করছিলেন। এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী (বর্তমানে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত) নিজে উপস্থিত থেকে তার কর্মীদের দিয়ে হামলা চালান। এতে আমার বাবা দবির আলীসহ কয়েকজন কর্মী আহত হন।’
তিনি আরও বলেন, ‘রাতেই বাবাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। টানা ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন বাবা। আমি এই হত্যার বিচার চাই।’
নৌকা প্রতীকের প্রার্থী হায়াত আলীর ভাই সাবেক ছাত্রলীগ নেতা আশিক স্বপন জানান, জহুরুলনগর গ্রামে নির্বাচনী প্রচারণার কাজ করছিলেন। এসময় পরিকল্পিতভাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) চশমা প্রতীকের এজাজ ইমতিয়াজ বিপুল নিজে উপস্থিত থেকে তার কর্মীদের দিয়ে আমার ভাইয়ের কর্মীদের ওপর হামলা চালান। দবিরসহ আমার কয়েকজন কর্মী আহত হন। ওই রাতেই দবিরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। লাশ রাতেই ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরহুমের নিজ গ্রামে পৌঁছেছে। আমরা দাফনের প্রস্তুতি নিচ্ছি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে আহত দবির শুক্রবার সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জেনেছি।
এ ঘটনার পূর্বে মারধরের মামলা করেছিলেন নিহতের ছেলে। উক্ত মামলায় আসামিরা জামিনে আছে। তবে এবার ওই মামলা হত্যা মামলায় রুপ নেবে। পরবর্তী বিষয়গুলো আদালত দেখবেন বলে জানান তিনি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে বৃদ্ধার মৃত্যু