খাদ্য নিরাপত্তায় বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেন, ‘আমাদের কথাকে কাজে পরিণত করতে হবে। জলবায়ু পরিবর্তনের কোনো সীমারেখা নেই।’
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন তিনি।
সিসিএফের আন্তর্জাতিক কমিটি অনুষ্ঠানটির আয়োজন করে।
‘ঝুঁকি ও চরম প্রভাব বিবেচনা করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ’ বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
আরও পড়ুন: বাংলাদেশ একজন পরীক্ষিত বন্ধু হারাল: রাষ্ট্রপতি
তিনি জোর দিয়ে বলেন, ‘পদক্ষেপ নেয়ার সময় বিলম্বিত করা যাবে না।’
সান্ত্বনামূলক প্রতিশ্রুতি, বড় বড় বক্তব্য, আকর্ষণীয় স্লোগান ও উল্লেখযোগ্য কাগজপত্রের উপস্থাপনা সমস্যা প্রশমনের জন্য যথেষ্ট নয় বলে জানান রাষ্ট্রপতি।