জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস চুক্তি বাস্তবায়নে ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) ও কমনওয়েলথ এর সদস্য দেশগুলোকে একসঙ্গে অনুঘটক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার কপ-২৬ এর কমনওয়েলথ প্যাভিলিয়ানে জলবায়ু উন্নয়ন অংশীদারিত্বে সিভিএফ-কমনওয়েলথ এর উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জলবায়ু পরিবর্তন বর্তমানে একটি বৈশ্বিক ও আন্তসীমান্তীয় বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর গুরুতর প্রভাব থেকে কোনো দেশই সুরক্ষিত নয়।’
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কমনওয়েলথ এর সদস্য রাষ্ট্রের প্রতিশ্রুতি ও অবদানের ইতিহাস সুদীর্ঘ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সিভিএফের এক তৃতীয়াংশেরও বেশি সদস্য কমনওয়েলথ এরও সদস্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্যারিস চুক্তি বাস্তবায়নে সিভিএফ ও কমনওয়েলথ এর সদস্যরা অনুঘটক হিসেবে কাজ করতে পারে।’
আরও পড়ুন: স্কটল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী