রাষ্ট্রপতি আবদুল হামিদ শনিবার ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। যা হবে দেশের রাষ্ট্রপতি হিসেবে তার শেষ ঈদ।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
আরও পড়ুন: আগামী নির্বাচন হবে অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য: নবনির্বাচিত রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সকাল সাড়ে ৮টায় রাষ্ট্রপতি ঈদের জামাতে অংশ নেবেন।
রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন-বাংলাদেশের প্রধান বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকার বিভাগীয় কমিশনার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও ইসলামিক ফাউন্ডেশন।
নামাজ শেষে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বঙ্গভবনে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এছাড়া প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে জামাত সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
২৫ হাজার ৪০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত জাতীয় ঈদগাহের প্যান্ডেলে প্রায় ৩৫ হাজার লোক ঈদের জামাতে অংশ নিতে পারে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি হামিদকে বিদায় জানাতে প্রস্তুত হচ্ছে বঙ্গভবন
দেশের উন্নয়নে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির