শুক্রবার (৮ মার্চ) থেকে মার্চ মাসের জন্য পেট্রোলিয়াম জ্বালানির নতুন (স্বয়ংক্রিয়) খুচরা মূল্য নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (৭ মার্চ) জারি করা প্রজ্ঞাপনে দেখা যায়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকার পরিবর্তে ০.৭৫ টাকা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা এবং অকটেনের দাম ১৩০ টাকা থেকে ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা নির্ধারণ করা হয়।
প্রতি লিটার পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয় ১২২ টাকা।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের সঙ্গে সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: জ্বালানি ও বিদ্যুৎ খাতে এআইআইবির আরও বিনিয়োগ চায় সরকার : নসরুল হামিদ
অকটেন ও পেট্রোলের দাম সম্পর্কে ব্যাখ্যায় বলা হয়েছে, এই দুটি জিনিস মূলত প্রাইভেট কার মালিকরাই ব্যবহার করেন। এই দুটি বিলাসবহুল আইটেম বলে মনে করা হয়। সুতরাং, দুটি পণ্যের দাম সবসময় ডিজেলের চেয়ে বেশি থাকে।
এতে আরও বলা হয়েছে, এখন থেকে প্রতি মাসে স্বয়ংক্রিয় ফর্মুলা ও গাইডলাইনের আওতায় পেট্রোলিয়াম জ্বালানির দাম সমন্বয় করা হবে।
এতে উল্লেখ করা হয়, দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হলেও বর্তমানে ভারতের কলকাতায় ডিজেল ৯২.৭৬ রুপি বা ১৩৩.৫৭ টাকায় (১ রুপি=১ টাকা ৪৪ পয়সা) এবং পেট্রোল ১০৬.০৩ রুপি বা ১৫২.৬৮ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের থেকে যথাক্রমে ২৪.৫৭ টাকা এবং ২৭.৬৮ টাকা বেশি।
আরও পড়ুন: স্বয়ংক্রিয় মূল্য নির্দেশিকা প্রয়োগে জ্বালানির দাম কমতে পারে: নসরুল হামিদ
এর আগে গত ১ মার্চ দেশব্যাপী জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে 'ফুয়েল প্রাইসিং গাইডলাইন' জারি করে সরকার।
এতে বলা হয়, আন্তর্জাতিক মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় মূল্য বাড়বে বা কমবে এবং প্রতি মাসে সরকার এক মাস মেয়াদে এ ধরনের দাম ঘোষণা করবে।
জ্বালানি মূল্য নির্ধারণের নির্দেশিকায় অবশ্য এর কার্যকারিতার উদাহরণ দিয়ে বলা হয়েছে, ১ এপ্রিল থেকে কার্যকর করার পরিকল্পনা করা হলে ২১ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে এক মাসের জ্বালানি তেলের দাম গড় মূল্য নির্ধারণ করে এপ্রিলের জন্য দাম নির্ধারণ করতে হবে।
কিন্তু জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয় ৮ মার্চ থেকে।
আরও পড়ুন: জীবাশ্ম জ্বালানি উৎপাদন বেড়ে যাওয়ায় ঝুঁকিতে নেট-জিরো লক্ষ্যমাত্রা: ইউএনইপি