ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক কেজি ৬৭৯ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার জেলার মহেশপুর থানার পিপুলবাড়ীয়া গ্রামের লিচু বাগানে অভিযান চালিয়ে স্বর্ণেগুলো জব্দ করা হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি'র মহেশপুর ব্যাটালিয়নের(৫৮ বিজিবি) বেনীপুর বিওপির টহলদল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্য লাইন থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর থানার পিপুলবাড়ীয়া গ্রামের লিচু বাগানের মধ্যে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি মালিকবিহীন অবস্থায় এক কেজি ৬৭৯ গ্রাম ওজনের ছোট-বড় মোট নয়টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ১৬ লাখ ৬৬ হাজার ১০৯ টাকা।
স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা করা হবে বলেও জানানো হয়েছে।