কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার (৭ আগস্ট) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহিম (৩০) নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের আব্দুর রাজ্জাকের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে এপিবিএন পুলিশ।
সোমবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি হাসান বারী নূর।
স্থানীয়দের বরাতে এডিআইজি বলেন, পাহাড়ী এলাকায় দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ইব্রাহিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ১৩০ জনের বিরুদ্ধে মামলা
টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি-সংঘবদ্ধ ধর্ষণ: মূলহোতাসহ গ্রেপ্তার ১০