কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার বাজার মূল্য দুই কোটি ১০ লাখ টাকা। এ সময় দুই মাদক ব্যবসায়ী মিয়ানমারে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য জানান।
পলাতক ব্যক্তিরা হলেন-কক্সবাজারের টেকনাফ থানার জাদীমুরা গ্রামের মো. আবুল মনজুরের ছেলে মো. হাসান আব্দুল্লাহ (৩৮) ও মো. ইউসুফ (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে বলে জানতে পারে বিজিবি। এই সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র বিশেষ টহলদল জাদিতলা এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে হাসান আব্দুল্লাহ ও ইউসুফ নাফ নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে পাওয়া একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি।
পলাতক আসামিদের বিরুদ্ধে জব্দ করা ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ৯ হাজার ইয়াবাসহ আটক ১
উখিয়া ও টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২: অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার