টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এই ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) ভোর রাতে টেকনাফ উপজেলার মিনাবাজার ও নয়াবাজার সংলগ্ন নাফ নদীর ৭নং সুইসগইেট এলাকায় এ’ বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। স্থানীয় সূত্রমতে, নিহত ব্যাক্তি মিনা বাজারের আবু ছিদ্দিকের ছেলে মো.মামুন (২৩) বলে জানা গেছে।
একটি বিজ্ঞপ্তিতে টেকনাফ ২নং বিজিবি জানায়, উক্ত ব্যাটালিয়নের আওতাধীন ঝিমংখালী বিওপির বিশেষ টহল দল মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে মিনাবাজার ও নয়াবাজার সংলগ্ন পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৪/৫জন লোকজন মৎস্যঘেঁর বেয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে। তখন বিজিবি জওয়ানেরা তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হলেই দূর্বৃত্তরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির নায়েক সাজদার রহমান (৩৭) এবং ল্যান্স নায়েক মোস্তফা আলী (৩২) আহত হয়। তখন বিজিবি জওয়ানেরা সরকারী সম্পদ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এছাড়া গুলিবিদ্ধ হয় মাদক কারবারী দলের একজন।
আরও পড়ুন: মৌলভীবাজারে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
এতে সশস্ত্র মাদক কারবারী গ্রুপের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী করে একলাখ পিস ইয়াবা, একটি দেশীয় লম্বা অস্ত্র উদ্ধার করা হয়।
আহত বিজিবি সদস্যরাসহ গুলিবিদ্ধ মাদক কারবারীকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিছুক্ষণ পর গুলিবিদ্ধ মাদক কারবারী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে পৃথক মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।