ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের চাপায় দুই সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শশই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপনের ছেলে সুমন (৩০) ও গৌরাঙ্গ নাথের ছেলে মোহন নাথ (৩১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯ টার দিকে মহাসড়কের শশই নামক স্থানে মাধবপুরগামী সিএনজি চালিত অটোরিকশাকে পিছন দিক থেকে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির দুই জন যাত্রী নিহত হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ১১
এসময় পিছন দিক থেকে আসা মাইক্রোবাসের ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে করে মাইক্রোবাসের ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরগামী সিএনজি অটোরিকশাকে একই দিকে যাওয়া ট্রাক পিছন দিয়ে চাপা দিলে ঘটনাস্থলে দুই জন নিহত হয়।
এসময় ট্রাকের পিছনে মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়।
নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক রয়েছে।