ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ার একটি নির্মাণাধীন ভবন থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত এই ২৭ টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ২৪ টি ত্রি নট ত্রি ও তিনটি এসএলআর রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এর সঙ্গে একবাক্স গুলিও উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের সময়ের আর্মির ব্রিগেডিয়ার নাজির হাওলাদার নামে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটা। সম্প্রতি তার নাতি বাপ্পি হাওলাদার বাড়িসহ জমি বিক্রি করে দেয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে অস্ত্র উদ্ধার, আটক ১