ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধন বিলের (সিএবি) প্রতিবাদে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার সময় ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালানো হয়েছে।
বিকাল সাড়ে ৪টার দিকে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা নুরের পাশাপাশি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মীদের ওপর এ হামলা চালায়। পরে আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন জানান, ভারতের সিএবি ও এনআরসির প্রতিবাদে মানববন্ধনের প্রস্তুতি নেয়ার সময় তাদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে প্রায় ২০ জন হামলা চালায়।
‘হামলায় ঢাকসু ভিপি নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ কমপক্ষে আট নেতা-কর্মী গুরুতর আহত হন,’ বলেন তিনি।
হামলার পর ভিপি নুর সাংবাদিকদের বলেন, ‘এখন মানুষের ভারতের বিরুদ্ধে কথা বলার অধিকার নেই। আসলে আমাদের দেশের কিছু সংগঠনের কিছু লোক বিজেপির দালাল হিসেবে কাজ করছেন।’