ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) এবং স্থানীয় থানা পুলিশ পৃথকভাবে এ অভিযান চালায় বলে ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানিয়েছেন।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৫ গ্রাম হেরোইন, ২ কেজি ৩২৫ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যোগ করেন তিনি।
মাসুদুর রহমান আরও বলেন, গ্রেপ্তার ও মাদক উদ্ধারের এসব ঘটনায় বিভিন্ন থানায় ৩২টি মামলা করা হয়েছে।