ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. হুমায়ুন রেজা খান বলেন, ‘আগেভাগে ব্যবস্থা না নিয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা যাবে না...এডিস মশার ডিম কঠিন পরিস্থিতিতেও ঠিকে থাকতে পারে। তা নিয়ন্ত্রণে ফেব্রুয়ারির শুরু থেকে ব্যবস্থা নিতে হবে।’
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি ও নেচার কনজারভেশন সোসাইটি আয়োজিত মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।
প্রাণিবিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশ নেন। এতে বক্তারা এডিস মশার জীবনচক্রের বিভিন্ন দিক তুলে ধরেন।
হুমায়ুন রেজা খানের মতে, এডিস মশা নির্মূলের একমাত্র উপায় সচেতনতা।
‘বাসাবাড়ি পরিষ্কার রাখলে নারী এডিস মশা ডিম পাড়বে না। যদি তাদের জন্ম নিয়ন্ত্রণ করা যায় তাহলে ডেঙ্গু সমস্যার সমাধান করা যাবে,’ যোগ করেন তিনি।
ড. রেজা ক্ষোভ প্রকাশ করে বলেন, অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি করপোরেশনের প্রতিনিধিদের উপস্থিত থাকা উচিত ছিল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ডেঙ্গুর প্রকোপ থাকে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত।
‘আমাদের অধিক সতর্ক থাকতে হবে। কারণ এডিস মশা উড়ার সময় শব্দ করে না,’ জানান তিনি।
বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি ড. গুলশান আরা লতিফা, সাধারণ সম্পাদক ড. তপন কুমার দে, ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ববিদ ড. তানজিন আক্তার, ড. মুর্শিদা বেগম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।