দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৮৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আক্রান্তদের মধ্যে ৪৯৭জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৩৭৮জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ২৭০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৯৮০জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে এক হাজার ২৯০জন রোগী ভর্তি আছেন।
আরও পড়ুন: ডেঙ্গু: নভেম্বরের পাঁচদিনে ২৯ জনের মৃত্যু
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৩ হাজার ৯৮২জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৯ হাজার ২৪৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৭৩৪ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৪০ হাজার ৫৩৫জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ২৭ হাজার ১৫৯ জন ঢাকার এবং বাকি ১৩ হাজার ৩৭৬ জন ঢাকার বাইরের বাসিন্দা।