রাজধানীর ডেমরা থেকে ১০ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা কার্তুজ, তিন রাউন্ড ব্লাঙ্ক কার্তুজ, দুটি মোবাইল ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে মো. দেলোয়ার হোসেন (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার র্যাব-১১ সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন কুমিল্লার মুরাদনগরের মো. শাহ জাহানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি’র ডেমরা থানাধীন ডগাইর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে একাধিক হত্যা, অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার আসামির কাছ থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা কার্তুজ, তিন রাউন্ড ব্লাঙ্ক কার্তুজ, দুটি মোবাইল ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৪২ কেজি গাঁজা জব্দ, আটক ২
এতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তার দেলোয়ার হোসেনের বাড়ি কুমিল্লা জেলায় হলেও দীর্ঘদিন যাবৎ সে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিল। অবৈধ অস্ত্র প্রদর্শন করে সে চাঁদাবাজি, ডাকাতি এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।
আরও বলা হয়, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সে কৌশলে গা ঢাকা দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও এতে জানানো হয়।
আরও পড়ুন: উখিয়ায় ৬ কোটি টাকার ইয়াবা জব্দ