বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের চলমান বিচার নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির দেওয়া বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী ১৯৮ জন মার্কিন নাগরিক।
বুধবার বাংলাদেশি আমেরিকানদের পক্ষ থেকে এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা, নিম্নস্বাক্ষরিত বাংলাদেশি আমেরিকান নাগরিক বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের চলমান বিচার প্রক্রিয়া নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামাসহ কিছু বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া বিবৃতিতে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জ্ঞাপন করছি।’
আরও পড়ুন: অবিলম্বে ড. ইউনূসের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি বিএনপির
এতে আরও বলা হয়, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বিবৃতিটি কোনো সঠিক তথ্য না জেনেই দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠিতে স্বাক্ষরকারীরা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে আক্রমণ করেছে। যে স্বাধীনতা ৩০ লাখ শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়।’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) কতৃক নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার, কর ফাঁকি, শ্রম অধিকারের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এইসব অভিযোগের মামলা এখনো বিচারাধীন ও কোনো রায় হয়নি। এটা দুর্ভাগ্যজনক যে স্বাক্ষরকারীরা, যাদের অনেকেই আইনের শাসন নিয়ে কথা বলেন, তারাই বাংলদেশে ড. ইউনূসের বিচার নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছেন অভিযোগগুলো নিয়ে কোনোকিছু না জেনেই।
এতে বলা হয়, ‘আমরা, নিম্নস্বাক্ষরিত বাংলাদেশি আমেরিকানরা অনেক বছর যাবৎ ড. ইউনূসের অসদাচরণ পর্যবেক্ষণ করে আসছি। জনসংযোগ ও প্রচার মাধ্যম ব্যবহার করে ড. ইউনূসের প্রতারণার কৌশল সম্পর্কেও আমরা সচেতন। আমরা মার্কিন নাগরিক হিসেবে, এসব নিয়ে আগে কখনও অভিযোগ করিনি। আমরা বিশ্বাস করি বিবৃতিতে স্বাক্ষরকারীরা ড. ইউনূসের মিত্যাচার ও প্রতারণার শিকার।’
স্বাক্ষরকারীরা বলেন, এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে বিবৃতিতে স্বাক্ষরকারীরা শুধুমাত্র ড. ইউনূসের পক্ষে ন্যায় বিচার প্রক্রিয়ার আহ্বান জানিয়ে থামেনি তারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া, আইনের শাসন এবং অন্যান্য বিষয়ের কথাও উল্লেখ করেছে, যেগুলোর ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
আরও পড়ুন: ড. ইউনূসের মামলা স্থগিত চেয়ে ১৬০ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি সার্বভৌম রাষ্ট্রের জন্য হুমকি: ইআরডিএফবি
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিবৃতির কিছু অংশে বলা হয়েছে, ‘...আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং নির্বাচন কমিশন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হবে। আগের দু’টি জাতীয় নির্বাচনের বৈধতা ছিল প্রশ্নবিদ্ধ।’ - এ ধরনের বিবৃতি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অতীতে, তথাকথিত ‘প্রধান দলগুলো’ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ছিল অশ্রদ্ধাশীল।’
এতে আরও বলা হয়, এটা আমাদের কাছে স্পষ্ট যে স্বাক্ষরকারীরা একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অকারণে বিবৃতি দিয়ে নিজেদের সুনামকে ক্ষুণ্ন করেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে তাদের দাবি পুরো বিচার ব্যবস্থাকে অসম্মান করা এবং একটি সার্বভৌম জাতির মাননীয় বিচারকদের অমর্যাদা করার সামিল।
তারা বলেন, বাংলাদেশে উন্নয়ন, গণতন্ত্র ও মানবাধিকার গত ১৫/২০ বছরের তুলনায় অনেক এগিয়েছে। লাখ লাখ প্রান্তিক নাগরিকের জীবনমানের উন্নয়নে, বিশেষ করে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেলে পরিণত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা স্বাক্ষরকারীদের দলগতভাবে বা স্বতন্ত্রভাবে তাদের দেওয়া বিবৃতি প্রত্যাহার করে ১৭০ মিলিয়ন বাংলাদেশির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানাচ্ছি।’
আরও পড়ুন: ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামার চিঠি
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন:
ডঃ নুরন নবী, কাউন্সিলম্যান, নিউজার্সি
এবিএম নাসির, অধ্যাপক, নর্থ ক্যারোলিনা
আবু আহমেদ মুসা, কাউন্সিলম্যান, মিশিগান
রানা হাসান মাহমুদ, প্রকৌশলী, ক্যালিফোর্নিয়া
ডাঃ জিয়াউদ্দিন আহমেদ, অধ্যাপক, পেনসিলভেনিয়া
স্বীকৃতি বড়ুয়া, আইটি প্রকৌশলী, নিউইয়র্ক
আবুল খান, স্টেট রেপ্রেজেন্টেটিভ, নিউ হেম্পসায়ার
মাহবুবুল তয়ুব আলম, মেয়র, মিলবোর্ন, পেনসিলভেনিয়া
মোঃ নুরুল হাসান, কাউন্সিলম্যান, মিলবোর্ন, পেনসিলভেনিয়া
ডঃ সুফিয়ান এ খন্দকার, বিজ্ঞানী
ডঃ আশরাফ আহমেদ, বিজ্ঞানী ও লেখক
ডঃ জোতি প্রকাশ দত্ত, লেখক, ফ্লোরিডা
প্রফেসর আবু নাসের রাজিব, ক্যালিফোর্নিয়া
মোরশেদ আলম, এক্টিভিস্ট, নিউইয়র্ক
আহাদ আহমেদ, প্রকৌশলী, মিশিগান
ডঃ বামন দাস বসু, বিজ্ঞানী, মাসাচুসেটস
সাফেদা বসু, এক্টিভিস্ট, মাসাচুসেটস
ডঃ খন্দকার মনসুর, কমিউনিটি লিডার, নিউইয়র্ক
ডঃ মহসিন পাটোয়ারি, অধ্যাপক, নিউইয়র্ক
জামাল উদ্দিন হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আলাবামা
ডঃ মহসিন আলী, লেখক, নিউইয়র্ক
দস্তগীর জাহাঙ্গীর, সাংবাদিক, ভার্জিনিয়া
ফাহিম রেজা নূর, এক্টিভিস্ট, নিউইয়র্ক
ডঃ জিনাত নবী, বিজ্ঞানী, নিউজার্সি
হাসান ফেরদৌস, লেখক, নিউইয়র্ক
মেজর (অবঃ) মঞ্জুর আহমেদ, কমিউনিটি লিডার,নিউইয়র্ক
ডঃ প্রদীপ কর, বিজ্ঞানী, নিউইয়র্ক
ডাঃ প্রতাপ দাস, চিকিৎসক, নিউইয়র্ক
কৌশিক আহমেদ, সম্পাদক, নিউইয়র্ক
লাভলু আনসার, সাংবাদিক, নিউইয়র্ক
রাফায়েত চৌধুরী, এক্টিভিস্ট, নিউইয়র্ক
আবু তাহের, এক্টিভিস্ট, পেনসিলভেনিয়া
সউদ চৌধুরী, এক্টিভিস্ট, নিউইয়র্ক
ডঃ মিজান আর মিয়া, অধ্যাপক, ইলিনয়
ডঃ জামিল তালুকদার, অধ্যাপক, উইসকনসিন
ডঃ শাহাদাত হোসেন, অধ্যাপক, নিউইয়র্ক
ডঃ হাসান মাহমুদ, অধ্যাপক, নিউজার্সি
ডঃ খন্দকার মনসুর, বিজ্ঞানী, মেরিল্যান্ড
ডঃ সৈয়দ আবু হাসনাত, শিক্ষক, মাসাচুসেটস
মাহবুবুর রহমান ভূঁইয়ান, ব্যবসায়ী, জর্জিয়া
তাজুল ইমাম, শিল্পী, নিউইয়র্ক
আব্দুর রহিম বাদশা, ব্যবসায়ী, নিউইয়র্ক
ডঃ মিজানুর রহমান, বিজ্ঞানী
আব্দুল কাদের মিয়া, কমিউনিটি লিডার, নিউইয়র্ক
জাকারিয়া চৌধুরী, কমিউনিটি লিডার, নিউইয়র্ক
বেদারুল ইসলাম বাবলা, কমিউনিটি লিডার, নিউইয়র্ক
মিন্টু রহমান, কমিউনিটি লিডার, জর্জিয়া
নাদিরা রহমান, কমিউনিটি লিডার, জর্জিয়া
আরেফিন বাবুল, কমিউনিটি লিডার, জর্জিয়া
ডঃ শাহাব সিদ্দিক, বিজ্ঞানী, জর্জিয়া
মোহাম্মদ আলী বাবুল, আইনজ্ঞ, নিউইয়র্ক
মোহাম্মদ মাওলা, কমিউনিটি লিডার, জর্জিয়া
ঝর্ণা চৌধুরী, থিয়েটার শিল্পী, নিউইয়র্ক
লুতফুন নাহার লতা, শিল্পী, নিউইয়র্ক
ডাঃ ফারুক আজম, চিকিৎসক, নিউজার্সি
মিয়ান হেলাল, ব্যবসায়ী, নিউজার্সি
শামসুন নাহার হেলেন, প্রযুক্তিবিদ, নিউজার্সি
ইকবাল ইউসুফ, কমিউনিটি লিডার, মাসাচুসেটস
আতিকুর রহমান, কমিউনিটি লিডার
রুমি কবির, লেখক, জর্জিয়া
আলী আহমদ ফারিস, ব্যবসায়ী, মিশিগান
রাশেদ আহমেদ, কমিউনিটি লিডার, নিউইয়র্ক
সীতাংশু গুহ, সাংবাদিক, নিউইয়র্ক
ডঃ দিলীপ নাথ, শিক্ষক, নিউইয়র্ক
এমএ সালাম, কমিউনিটি লিডার, নিউজার্সি
ফকির ইলিয়াস, কবি, নিউইয়র্ক
মিশুক সেলিম, কবি, নিউইয়র্ক
খালেদ শরীফউদ্দিন, কবি, নিউইয়র্ক
আবু সাঈদ রতন, কবি, নিউইয়র্ক
হাসান আল আবদুল্লাহ, কবি, নিউইয়র্ক
মিথুন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নিউইয়র্ক
মিনহাজ আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নিউইয়র্ক
শাখাওয়াত আলী, কমিউনিটি লিডার, নিউইয়র্ক
ডঃ আব্দুল বাতেন, বিজ্ঞানী, নিউইয়র্ক
ডঃ হাসান মাসুদ, শিক্ষক, নিউইয়র্ক
শহীদ হাসান, কণ্ঠশিল্পী, নিউইয়র্ক
রথীন্দ্র নাথ রায়, কণ্ঠশিল্পী, নিউইয়র্ক
ইস্তিয়াক রূপু, কবি, নিউইয়র্ক
গোপাল স্যান্নাল, কমিউনিটি লিডার, নিউইয়র্ক
ডঃ মাহবুবুর রহমান টুকু, ব্যবসায়ী, নিউইয়র্ক
ডঃ নাহিদ বানু, বিজ্ঞানী, নিউজার্সি
মাহবুব রেজা রহিম, কমিউনিটি লিডার, আরিজোনা
ডঃ মনোয়ার হোসেন, বিজ্ঞানী, নিউজার্সি
গোলাম ফারুক ভূঁইয়ান, ব্যবসায়ী, নিউজার্সি
রেহান রেজা, কমিউনিটি লিডার, ক্যানসাস
ডঃ হাসান মামুন, শিক্ষক, নিউজার্সি
জাহেদুল মাহমুদ জামি, কমিউনিটি লিডার,ক্যালিফোর্নিয়া
তৌফিক সোলাইমান খান, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া
নজরুল আলম, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া
সাইফুর রহমান ওসমানি, সাংবাদিক, ক্যালিফোর্নিয়া
ডঃ গোলাম মোস্তফা, অধ্যাপক, পেনসিলভেনিয়া
রবিউল করিম বেলাল, ব্যবসায়ী, পেনসিলভেনিয়া
ডঃ আহসান চৌধুরী, প্রকৌশলী, টেক্সাস
হাশমত মোবিন, কমিউনিটি লিডার, টেক্সাস
শাহ হালিম, কমিউনিটি লিডার, টেক্সাস
ম্যাগি হালিম, কমিউনিটি লিডার, টেক্সাস
ডাঃ আনিসুল আসলাম, চিকিৎসক, ক্যালিফোর্নিয়া
মোহাম্মদ বিল্লাহ রানা, ব্যবসায়ী, ক্যালিফোর্নিয়া
হাদি বিল্লাহ রোবা, ব্যবসায়ী, নেভাডা
কাজী শাহরিয়ার রহমান, প্রকৌশলী, ক্যালিফোর্নিয়া
করিমুল হক চৌধুরী, ব্যবসায়ী, ক্যালিফোর্নিয়া
বশীর আথার, বিজ্ঞানী, ক্যালিফোর্নিয়া
তপন মন্ডল, এক্টিভিস্ট, ক্যালিফোর্নিয়া
শাহ আলম, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া
মমিনুল হক বাচ্চু, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া
তাসনিম সালাম আসলাম, প্রকৌশলী, ক্যালিফোর্নিয়া
আবেদ মনসুর, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া
হাবিব আহমেদ টিয়া, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া
মোফাজ্জল হোসেন, কমিউনিটি লিডার, ক্যালিফোর্নিয়া
মোহাম্মদ হোসেন রানা, কমিউনিটি লিডার,ক্যালিফোর্নিয়া
আবুল হাসনাত রায়হান,কমিউনিটি লিডার,ক্যালিফোর্নিয়া
আসাদুজ্জামান বাচ্চু, ব্যবসায়ী, মিশিগান
দেওয়ান জামির, প্রকৌশলী, ক্যালিফোর্নিয়া
বেলাল বেগ, প্রবন্ধকার, নিউইয়র্ক
নিনি ওয়াহেদ, সাংবাদিক, নিউইয়র্ক
ডঃ ফরজাহান রহমান শাওন, অধ্যাপক, নর্থ ক্যারোলিনা
ডঃ খন্দকার মনসুর, কমিউনিটি লিডার, নিউইয়র্ক
খুরশিদ আনোয়ার বাবলু, কমিউনিটি লিডার, নিউইয়র্ক
হাসান আল আবদুল্লাহ, লেখক, নিউইয়র্ক
সৈয়দ আবু হাসনাত, অধ্যাপক, মাসাচুসেটস
ডঃ দেলওয়ার হোসেন, অধ্যাপক, আলাবামা
ইকবাল ইউসুফ, ডাইরেক্টর, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা
আতিকুর রহমান, ব্যবসায়ী, ফ্লোরিডা
হাসান জাহাঙ্গীর, ব্যবসায়ী, ফ্লোরিডা
জুনাইদ আখতার, কমিউনিটি লিডার, ফ্লোরিডা
ডঃ হেমায়েত উল্লাহ, অধ্যাপক
ডঃ মাহবুব প্রমাণিক
ডঃ পুরবী বসু, লেখক, ফ্লোরিডা
কৃষিবিদ মোঃ মকবুল হোসেন তালুকদার, নিউইয়র্ক
ফারহানা ইলিয়াস তুলি, কবি, নিউইয়র্ক
সৈয়দ মামুনুর রশিদ, কবি, নিউইয়র্ক
স্বপ্নিল ফিরোজ, কবি, নিউইয়র্ক
লিটন আহমেদ, এক্টিভিস্ট, নিউইয়র্ক
গোলাম মহিউদ্দিন, সঙ্গীতশিল্পী, জর্জিয়া
নজরুল ইসলাম, কমিউনিটি লিডার, জর্জিয়া
ফারুক আহমেদ, কমিউনিটি লিডার, জর্জিয়া
মহিন, কমিউনিটি লিডার, ফ্লোরিডা
আবুল হাসান, কমিউনিটি লিডার, জর্জিয়া
আহমাদুর পরভেজ, কমিউনিটি লিডার, জর্জিয়া
ডঃ মোহাম্মদ নাসিম, কমিউনিটি লিডার, জর্জিয়া
মাহমুদ আব্বাস, কমিউনিটি লিডার, জর্জিয়া
মোহাম্মদ আকবর খান, কমিউনিটি লিডার, জর্জিয়া
রেজা করিম, কমিউনিটি লিডার, জর্জিয়া
আলি হোসেন, কমিউনিটি লিডার, জর্জিয়া
পিন্টু ইউসুফ, কমিউনিটি লিডার, জর্জিয়া
নুরুল কবির নাহিদ, কমিউনিটি লিডার, জর্জিয়া
মোজাম্মেল, কমিউনিটি লিডার, জর্জিয়া
মশিউর রহমান, ব্যবসায়ী, জর্জিয়া
রাসেল ভূইয়ান, ব্যবসায়ী, জর্জিয়া
আরেফিন পিয়াল, শিক্ষক, জর্জিয়া
প্রমুখ।
আরও পড়ুন: ড. ইউনূসের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি: এইউবি ও ডিইউটিএ