অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়ে ১৬০ জন বিশ্বনেতার সাম্প্রতিক বিবৃতিকে সার্বভৌম রাষ্ট্রের জন্য হুমকি উল্লেখ করে পাল্টা বিবৃতি দিয়েছে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি)।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সংস্থাটির সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সই করা একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।
এতে বলা হয়, বিচার স্থগিত চাওয়া একটি স্বাধীন দেশের বিচার বিভাগের ওপর অসাংবিধানিক হস্তক্ষেপের চেষ্টা। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়ে দেওয়া বিশ্বনেতাদের বিবৃতি আমাদের সকলের দৃষ্টিগোচর হয়েছে।
আরও পড়ুন: ড. ইউনূস অন্যায়ের সম্মুখীন কি-না মূল্যায়নে বিদেশি বিশেষজ্ঞদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ মনে করে, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং সবকিছু আইনানুসারে পরিচালিত হয়। স্বাধীন বিচার বিভাগ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এক্ষেত্রে কারও কোনও হস্তক্ষেপের সুযোগ নেই।
এতে আরও বলা হয়, বাংলাদেশের সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদ অনুসারে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা এবং স্বাধীন। দেশে আইনের শাসন বিদ্যমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।
আরও পড়ুন: ইউনূসকে সরকার হয়রানি করছে না, বিবৃতিদাতাদের প্রকৃত ঘটনা জানতে হবে: অর্থমন্ত্রী
বাংলাদেশের আইন ও বিচার বিভাগকে না জেনে, যথাযথ পর্যালোচনা না করে অযাচিতভাবে বিচারাধীন মামলার বিষয়ে বিবৃতি বা চিঠি দেওয়া বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা এবং বিচার বিভাগের ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ ও ৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, বিবৃতি বা চিঠি দেওয়া বিশিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে তাদের বিভ্রান্তিমূলক ও অজ্ঞতাপ্রসূত মতামত প্রত্যাহার করে বাংলাদেশের মতো স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রাখবেন বলে আশা করে সংস্থাটি।
ইআরডিএফবি মনে করে বিভাজিত মানবাধিকার ও বাছাইকৃত ন্যায়বিচারের দাবি বিশ্বে নিরবিচ্ছিন্ন শান্তি প্রতিষ্ঠার পথে বড় অন্তরায়।
আরও পড়ুন: ড. ইউনূসের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি: এইউবি ও ডিইউটিএ