রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের সময় বুধবার ২৫০ কেজি ওজনের একটি বোমা পাওয়া গেছে।
মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে বোমাটি ফেলা হয়ে থাকতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
বিমানবন্দরের উপপরিচালক বেণী মাধব বিশ্বাস বলেন, শ্রমিকরা তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজে মাটি খননের সময় সকালে সিলিন্ডার আকৃতির বোমাটি দেখতে পান।
বিমানবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল পরে ঘটনাস্থলে হাজির হয়ে বোমাটি উদ্ধার এবং নিষ্ক্রিয় করার জন্য বিমানবাহিনীর ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরে নিয়ে যায়।