ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রবিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কাকরাইলের নাইটিঙ্গেল ক্রসিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম এবং ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী রবিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নওগাঁয় হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রাজধানীর কাকরাইলের নাইটিঙ্গেল ক্রসিং থেকে রবিবার সাদা পোশাকধারী ডিবি পুলিশ রবিনকে গ্রেপ্তার করেছেন।
এর আগে বেলা ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেল করে বাড়ি যাওয়ার সময় রবিনকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়।
তিনি বলেন, রবিনের পরিবারের সদস্যরা তার খোঁজখবর নিতে ডিবি কার্যালয়ে গেলেও দায়িত্বরত কর্মকর্তারা তাকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছেন।
রিজভী বলেন, শুক্রবার ডিবি পুলিশ ছাত্রদলের ৬ নেতাকে ধরে নিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অস্বীকার করেন। পরে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার দেখানো হয়। এই হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা।
অবিলম্বে রবিনের মুক্তি দাবি করেন রিজভী।
রিজভী আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে শনিবার রাতে ডিবি পুলিশের সদস্যরা অবস্থান নেয় এবং সেখান থেকে বের হওয়া দলের অন্তত ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় ডিবি পুলিশের হাতে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের খবর শুনে মধ্যরাতে দলীয় কার্যালয় পরিদর্শন করেন।
এদিকে রিজভীসহ দলের অনেক নেতা-কর্মী গ্রেপ্তার এড়াতে রাতে অফিসেই অবস্থান করেন।
বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের ছেলে রবিনকে গত ৬ জুন বিএনপির ঢাকা দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রবিনের বাবা সালাহউদ্দিন আহমেদকেও গ্রেপ্তার করেন ডিবি পুলিশ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ঢাকা থেকে যুবক গ্রেপ্তার
পাকিস্তানে গির্জা ও খ্রিস্টানদের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১২৯