অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ঢাকা শহরে যাদের ফ্ল্যাট বা জমি আছে তারা কালো টাকার মালিক।
তিনি বলেন, ‘সরকারের বিদ্যমান ব্যবস্থা তাদের কালো টাকার মালিক করেছে।’
বুধবার অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) পরপর দুটি বৈঠকের ফলাফল সম্পর্কে ভার্চুয়াল ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জমি বা ফ্ল্যাটের মালিকেরা তাদের প্রকৃত সম্পত্তির চেয়ে অনেক কম সম্পত্তির রেজিস্ট্রি করেন।
তিনি আরও বলেন , জমি ও ফ্ল্যাটের সরকারি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। কিন্তু ফ্ল্যাট বা জমির মালিকেরা কর ফাঁকি দিতে অনেক কম হার দেখিয়ে তাদের সম্পত্তি নিবন্ধন করে, যা তাদের কালো টাকার মালিক করে তোলে।
উদাহরণ হিসেবে তিনি বলেন, গুলশানে একটি ফ্ল্যাটের দাম ১০ কোটি টাকা, সেই ফ্ল্যাট মালিক রেজিস্ট্রি করছে দুই কোটি টাকায়। ‘সুতরাং, সেই অর্থে ঢাকা শহরের প্রায় সব ফ্ল্যাট বা জমির মালিকই কালো টাকার মালিক।’
তিনি আরও বলেন, সরকারি ব্যবস্থার ত্রুটির কারণে মানুষ কর ফাঁকির সুযোগ পায়।
আরও পড়ুন: পেট্রোলিয়ামের দাম বাড়ানোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে: অর্থমন্ত্রী
পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনলে কোনো প্রশ্ন করা হবে না: অর্থমন্ত্রী