প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে করা অশালীন মন্তব্যের জন্য ছাত্রদলকে ক্ষমা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আসতে হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়।
তিনি বলেন, ‘তারা ক্ষমা না চাইলে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে।’
গত ২৪ ও ২৬ মে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদলের হামলার প্রতিবাদে রবিবার ঢাবিতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি।
আরও পড়ুন: ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর মামলা
ঢাবির বিভিন্ন আবাসিক হল, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
বিএনপি ও ছাত্রদলের দুর্নীতির কথা উল্লেখ করে আল নাহিয়ান খান জয় বলেন, ‘তারা এ দেশের ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, ছাত্রদের হাতে অস্ত্র দিয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে আহত না হলেও ছাত্রদলের অনেক কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন। এমনকি বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতিকেও এই ঘটনায় ছাত্রদলের সঙ্গে একত্রিত হয়ে হাসপাতাল পরিদর্শন করতে দেখা গেছে।’
আরও পড়ুন: ছাত্রলীগ উসকানি দেয়নি, দিয়েছে ছাত্রদল: তথ্যমন্ত্রী
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের নেতারা প্রেসক্লাবের সামনে তাদের বক্তব্যের মাধ্যমে ধৃষ্টতার সীমা লঙ্ঘন করে বলেছে, ৭৫ এর হাতিয়ার দরকার হলে আবার তাদের হাতে গর্জে উঠবে। তাদের এই বক্তব্যে প্রমাণিত হয় যে ৭৫ এ জিয়াউর রহমানের নেতৃত্বে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হয়েছিল।
তিনি বলেন, তারা বাংলাদেশে হত্যার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইছে। বাংলাদেশ ছাত্রলীগ এ ধরণর অপচেষ্টা কঠোরভাবে দমন করবে।