আগামী ৬ মে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কিছু বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছে।
রাবি জনসংযোগ অফিসের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডের সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয় পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
আরও পড়ুন: প্রশ্নফাঁসের সুযোগ নেই, গুজব রটালে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী
নিম্নোক্ত বিধিনিষেধ হলো সকাল সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না, শিক্ষার্থীদের প্রয়োজনে আগত যানবাহন বিশ্ববিদ্যালয়ের কাজলা ও বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে এবং প্রধান ফটক দিয়ে বের হবে, সাবাশ বাংলাদেশ মাঠ ব্যবহার করা যাবে। প্রয়োজনে যানবাহন রাখা। তবে এটি অবশ্যই সকাল সাড়ে ৯টার আগে হতে হবে, একাডেমিক ভবনের সঙ্গে সংযোগকারী রাস্তায় কোনও যানবাহন চলতে দেওয়া হবে না, কোনও রাস্তায় বা ক্যাম্পাসের আশেপাশে যানবাহন পার্ক করা যাবে না।
শিক্ষার্থী, অভিভাবক এবং যানবাহন চালকদের উপরোক্ত বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: যশোরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এমবিবিএস ডাক্তার গ্রেপ্তার