ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের পরিষদ (নীল প্যানেল) জয়লাভ করেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নওয়াব আলী হলে সিনেট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রতিনিধি নির্বাচিত শিক্ষকরা হলেন- হল প্রভোস্ট প্রতিনিধি হিসেবে ড. মোহাম্মদ মাসুদুর রহমান, অধ্যাপক প্রতিনিধি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু হোসেন মোহাম্মদ আহসান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, একাডেমিক কাউন্সিলের সহযোগী অধ্যাপক হিসেবে কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজির ড. ইসমাত রহমান, প্রভাষক প্রতিনিধি হিসেবে মেডিসিন টেকনোলজি বিভাগের এএসএম মঞ্জুর আল হোসাইন এবং সিন্ডিকেটের অর্থ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাপ্লাইড ম্যাথমেটিকস ডিপার্টমেন্টর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।
আরও পড়ুন: কোনো শিক্ষক আর নিজের ক্লাসের শিক্ষার্থীকে কোচিংয়ে পড়াতে পারবে না: শিক্ষামন্ত্রী
নির্বাচনের ফলাফল বিকাল ৩টায় প্রকাশ করা হলে আওয়ামী লীগের সব প্রার্থী (নীল প্যানেল) বিজয়ী হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মমতাজ উদ্দিন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। তিনি মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭২ সালের অধ্যাদেশ অনুযায়ী এই কমিটি আগামী দু’বছরের জন্য দায়িত্ব পালন করবেন। পরবর্তী কমিটি নির্বাচিত বা মনোনীত না হয়ে দায়িত্ব না নেয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।
আরও পড়ুন: শাবিপ্রবিতে নিরাপদ খাদ্য নিশ্চিতে সেমিনার
সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ছয়জন একাডেমিক কাউন্সিলের শিক্ষক প্রতিনিধিরা হলেন- কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজির ড. ইসমাত রহমান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস মন্দিরা চৌধুরী, আধুনিক ভাষা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ, সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরিতে মেডিসিন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এ. এস. এম. মঞ্জুর আল হোসাইন, আইন বিভাগের সহকারী অধ্যাপক এবিএম আশরাফুজ্জামান এবং মেট্রোলজিক্যাল সাইন্স বিভাগের প্রভাষক মমিন ইসলাম।
আরও পড়ুন: ঢাবির হলের ক্যান্টিনে শিক্ষার্থীদের তালা