তাপস সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন অভিযোগ করে তিনি বলেন, ‘অর্থের অভাবে দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না, সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি করপোরেশন আইন অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।’
খালের বর্জ্যের পাশাপাশি সিটি করপোরেশনের দুর্নীতিও অপসারণ করা হচ্ছে: মেয়র তাপস
দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের উদ্যোগে হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন সাঈদ খোকন।
তিনি বলেন, ‘তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলব রাঘব বোয়ালের মুখে চুনোপুটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে আগে নিজেকে দুর্নীতিমুক্ত করুন, তারপর চুনোপুটির দিকে দৃষ্টি দিন।’
আন্তঃজেলা বাস টার্মিনাল হিসাবে ৪টি স্থান নির্বাচন করা হয়েছে: মেয়র তাপস
ডিএসসিসির সাবেক এ মেয়র বলেন, ‘ভৌত অবকাঠামো ও নাগরিক সেবা নিশ্চিতসহ আমার অন্যতম লক্ষ্য ছিল নগরীতে কর্মসংস্থান এবং ব্যাবসাবান্ধব পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে নগর অর্থনীতিকে গতিশীল রাখার মাধ্যমে নাগরিকদের জীবনমানের সামগ্রিক উন্নয়ন সাধন করা। ফুলবাড়িয়াসহ গুলিস্তান এলাকার বিভিন্ন দোকানদার ভাইদের বৈধতা দিয়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ দেয়া ছিল এ লক্ষ্যের অন্যতম পদক্ষেপ।’
সম্ভাব্যতা যাচাই না করেই প্রকল্প নেয়া হয়েছিল: ডিএসসিসি মেয়র
‘ফুলবাড়িয়া মার্কেটে সিটি করপোরেশন যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে, আমি আগেও বলেছি এটা সম্পূর্ণভাবে অবৈধ কারণ আদালত কর্তৃক নির্দেশিত হয়ে ব্যবসায়ীদের বৈধ করার আবেদন নিষ্পত্তির লক্ষ্যে আমরা করপোরেশনের বোর্ড সভায় সর্ব সম্মতিক্রমে আলোচিত মার্কেটগুলোর নকশা সংশোধন, বকেয়া ভাড়া আদায় সাপেক্ষে বৈধ ব্যবসা পরিচালনার অনুমতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি,’ বলেন তিনি।
প্রকল্পের টাকা নয়-ছয় হোক চাই না: ডিএসসিসি মেয়র
বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ নকশা সংশোধন করে এবং রাজস্ব বিভাগ ৭৮ বছরের বকেয়া ভাড়া আদায় করে ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা পরিচালনা করার অনুমতি প্রদান করে, জানান সাঈদ খোকন।
তিনি বলেন, ‘বিনা নোটিশে দক্ষিণ সিটি করপোরেশন অবৈধভাবে হাজার হাজার বৈধ দোকান গুড়িয়ে দিয়েছে এবং এর ফলে হাজার হাজার দোকান মালিক ও কর্মচারী সপরিবারে পথে বসেছে। আমি ডিএসসিসির সাবেক মেয়র হিসেবে এ অবৈধ উচ্ছেদের তীব্র নিন্দা জানাচ্ছি।’
সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা
বর্তমান একগুয়ে নগর প্রশাসন কোনো যৌক্তিক নাগরিক দাবির তোয়াক্কা করে না বলে অভিযোগ করে সাঈদ খোকন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এসব নিঃস্ব ও অসহায় ব্যবসায়ীদের পুনর্বাসনের আবেদন জানান।