ভারতের সীমান্তবর্তী ও বন্ধুপ্রতীম রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের রংপুর জেলায় উৎপাদিত বিশেষ জাতের 'হাড়িভাঙ্গা' আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
সোমবার সকালে ৩০০ কেজি আম আখাউড়া সীমান্তে পৌঁছালে সীমান্তের জিরো পয়েন্টে তা গ্রহন করেন রাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন৷
আরও পড়ুন: মোদির জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী
সোমবার বিকেলে জোবায়েদ হোসেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এই আম হস্তান্তর করেন৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী সানন্দচিত্তে এই উপহার গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহারের জন্য ধন্যবাদ দেন৷
আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় বড় রদবদল আসছে!
এসময় তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি ত্রিপুরার প্রসিদ্ধ কুইন ভ্যারাইটি আনারস প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠানোর ঘোষণা প্রদান করেন৷
আরও পড়ুন: শেখ হাসিনাকে মোদির চিঠি: মানবজাতি শিগগিরই মহামারি কাটিয়ে উঠবে