চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা থেকে আসা পাঁচ প্রবাসীর মধ্যে দুই জনের খোঁজ মিলছে না। ভুল মোবাইল নম্বর ও ভুল ঠিকানা দেয়ার কারণে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
চট্টগ্রামের সিভিল সার্জন জানায়, পাঁচ জনের মধ্যে তিন জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলেও বাকি দুই জন ভুল ফোন নম্বর ও ঠিকানা দেয়ার কারণে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী,আফ্রিকা ফেরত বাংলাদেশির মধ্যে যাদের মোবাইল নম্বরে যোগাযোগ করা যাচ্ছে না তাদের মধ্যে চট্টগ্রামের পাঁচ জন রয়েছে। এরমধ্যে তিনজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। এই তিনজনের মধ্যে একজন বোয়ালখালীর, একজন মীরসরাইয়ের আর একজন সাতকানিয়ার বাসিন্দা। তবে আফ্রিকা ফেরত সাতকানিয়ার ওই ব্যক্তি বর্তমানে ঢাকার বাড্ডায় অবস্থান করছেন এবং তিনি কোয়ারেন্টাইনে আছেন। এদিকে, খোঁজ পাওয়া তিনজনের সকলেই সুস্থ এবং কোয়ারেন্টাইনে আছেন বলে জানানো হয়।
আরও পড়ুন: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী নিহত
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী জানান, গত ১৭ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে তারা দেশে ফেরেন। এর মধ্যে একজন হালিশহরের বাসিন্দা, একজন বোয়ালখালী, একজন সাতকানিয়া, একজন সীতাকুণ্ড ও আরেকজন মীরসরাইয়ের বাসিন্দা। খোঁজ না পাওয়া দুইজন চট্টগ্রামের হালিশহর ও সীতাকুণ্ডের বাসিন্দা।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’র বিস্তার রোধে এ বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সংক্রমণ রোধে বিমানবন্দরেও সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম-কক্সবাজার, যশোর-খুলনা মহাসড়কের উন্নয়নে অর্থায়নে আগ্রহী সৌদি আরব
চট্টগ্রামে বাসচালককে পিটিয়ে হত্যা, প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ