রাজশাহী, ১৯ অক্টোবর (ইউএনবি)- ক্যাম্পাসে নিরাপত্তাসহ তিন দফা দাবি বাস্তবায়নে আগামী পাঁচ দিন (২৪ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার ঘটনার পর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের মাঠে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফিরোজ আনামকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ক্যাম্পাসে বহিরাগতদের নিষিদ্ধ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, ফিরোজ আনামকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ডিবি তুলে নেয়ার কারণ ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ করা।