দিনাজপুরে চিরিরবন্দর এবং নবাবগঞ্জ উপজেলা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মরিয়ম বেগম (৫০) এবং রশিদা বেগম (৬০)।
আরও পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সবজি ব্যবসায়ীর
মোটরসাইকেলের ধাক্কায় নিহত মরিয়ম বেগম (৫০) চিরিরবন্দরের খুনিয়াদিঘী এলাকায় মৃত আফাল উদ্দিনের বিধবা স্ত্রী। আর নবাবাগঞ্জের দাউদপুর এলাকায় পিকনিকের বাসের ধাক্কায় নিহত রশিদা বেগম (৬০) নবাবাগঞ্জের দাউদপুর এলাকায় হরিরামপুর আদর্শ গ্রামের মৃত সামসুল হকের স্ত্রী।
চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিক জানান, খুনিয়াদিঘী এলাকায় সকালে রাস্তায় ঝাড়ু দিয়ে জ্বালানি হিসেবে গাছের পাতা সংগ্রহ করছিলেন বিধবা মরিয়ম বেগম। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন স্থানীয়রা। দুপুর ১ টার দিকে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিভূতি ভুষন রায় ব্রতি জানান, শুক্রবার দুপুর ২টার দিকে নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে যাবার সময় পথচারি রশিদা বেগমকে পিকনিকের একটি বাস ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই নিহত হন তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১