দেশে দুর্গাপূজা উদযাপনকালে দুর্ভেদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন বিদায়ী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)ড. বেনজীর আহমেদ।
সোমবার নগরীর পুলিশ সদর দপ্তরে দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত নিরাপত্তা বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, পূজার আগে ও পূজা উদযাপনের সময় এবং পূজার পরে পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে৷
আরও পড়ুন: সাইবার অপরাধ প্রতিরোধে দেশগুলোর পারস্পরিক সহযোগিতা দরকার: আইজিপি
পূজা উদযাপন কমিটিগুলোকে পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, হাতে ধরা মেটাল ডিটেক্টর এবং আর্চওয়ে গেট, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবকদের ব্যবস্থা, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান, মণ্ডপ ও বিসর্জনের স্থানে যথাযথ আলোকসজ্জা নিশ্চিত করতে জেনারেটর প্রস্তুত রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া মসজিদে নামাজ ও আযানের সময় উচ্চ শব্দ ব্যবহার না করার কথাও বলেন তিনি।
পূজা উদযাপনের সময় যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ কল করার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে।
আইজিপি কমিউনিটি পুলিশ সদস্যদের এবং দাঙ্গা পুলিশ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করার অনুরোধ জানান।
এ বছর সারাদেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।
আরও পড়ুন: পাহাড়ে পর্যটন শিল্প বিকাশের অফুরান সম্ভাবনা আছে: আইজিপি