মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দেশের এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেসব ষড়যন্ত্র সফল হতে দেবে না। এদেশের মানুষের ভোটেই আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হবে।
যুক্তরাষ্ট্র ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ভাস্কর্য আছে, থাকবে এবং আরও স্থাপন হবে: প্রতিমন্ত্রী ইন্দিরা
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে এবং ২০৪১ সালের আগেই উন্নত সমৃদ্ধ-বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যে পাকিস্তান আমাদের ২৪ বছর শাসন ও শোষণ করেছে,আজ বাংলাদেশ অর্থনীতি ও সামাজিক উন্নয়নের সকল সূচকে তাদের চেয়ে এগিয়ে আছে। এটাই স্বাধীনতা অর্জনের স্বার্থকতা। দেশের উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন।
এসময় প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি ও দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান স্মরণ করে তাদের ঐক্যবদ্ধভাবে আরও বেশি করে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন: ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী ইন্দিরা
ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি শাহিন মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিব উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এম ফজলুর রহমান, মায়ামীর কনসুলেট জেনারেল ইকবাল আহমেদ।