দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচনের মধ্যে ২৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং ৩২টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
তফসিল অনুযায়ী, পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
কোনো ধরনের বিরতী না দিয়ে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের তফসিল অনুসারে ডিসেম্বরের ২৮ তারিখে ২৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়
ওই ২৫টি পৌরসভায় মেয়র পদে ১১২ জন, কাউন্সিলর পদে ৯৩৮ জন এবং সংরক্ষিত পদে ২৪৩ জন মহিলা প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।