ধর্ষণের অভিযোগে করা মামলায় দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর এর হেড অব নিউজ শাকিল আহমেদকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার তিনি সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানালে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতে শাকিলের পক্ষে শুনানি করেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আর বাদীর পক্ষে ছিলেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। আদালতে সাংবাদিক শাকিল আহমেদ ও বাদী উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার শাকিল আহমেদের পক্ষে অ্যাড.আল মাসুদ বেগ এ জামিন আবেদন করেন।
উল্লেখ্য,গত ৪ নভেম্বর রাতে নারী ও শিশু নির্যাতন আইন ৯ এর (১)ধারায় গুলশান থানায় এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ এনেছেন বাদী।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সাথে শাকিল আহমেদের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীকে বিয়ের আশ্বাসও দিয়েছিলেন শাকিল। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হলে অভিযুক্ত শাকিল আহমেদ কৌশলে তার গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
আরও পড়ুন:ডেসটিনি গ্রুপের পরিচালকের জামিন প্রশ্নে বিভক্ত আদেশ হাইকোর্টের