নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলন ২০২৩ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ডিসিদের নির্দেশনা দেয়ার বিষয়টি বলেন।
আরও পড়ুন: অবাধে বালু উত্তোলনে হুমকির মুখে গড়াই সেতু
প্রতিমন্ত্রী বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীতে নির্মিত বাঁধগুলো ভেঙে পড়ে।
তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য বালু প্রয়োজন বলে পানি উন্নয়ন বোর্ড যেসব স্থানকে ‘বালু মহল’ (বালি কোয়ারি) হিসেবে ঘোষণা করেছে কেবল সেখান থেকেই বালু উত্তোলন করা যাবে। এভাবে আমরা বালুর চাহিদা মেটানোর পাশাপাশি নদী ভাঙন রোধ করতে পারব।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে নদীভাঙন ও বন্যা বেড়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘গত বছর আমরা গ্রামাঞ্চলে প্রথম দিকে বন্যা দেখেছি। তারপরও আমরা ফসলের ক্ষতি হতে দিইনি। আমি সতর্কতা অবলম্বন করেছি।’
কয়েকজন ডিসি তাদের এলাকায় নদী ভাঙনের সমস্যার কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা কাজ করছি, কিন্তু বৈশ্বিক মন্দার কারণে গতি মন্থর।
স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধানের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো এলাকা থেকে কোনো সমস্যা দেখা দিলে আমরা জরিপ করে ব্যবস্থা নিই।
আরও পড়ুন: অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে কৃষি জমি
যশোরে প্রভাবশলীর বিরুদ্ধে পুকুর থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ