নাটোরের বড়াইগ্রামে ঘরে আগুন লেগে দুই সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন সন্তানদের বাবাও। মঙ্গলবার রাতে উপজেলার খোকসা গ্রামে অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা সোমা আক্তার এবং দুই শিশু সন্তান ১০ বছর বয়সী মেয়ে ওমিয়া এবং পাঁচ বছর বয়সী ছেলে ওমর। আহত অলি বখশকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৭
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার খোকসা গ্রামের বাস চালক ওলি বখশ তার স্ত্রী সোমা আক্তার,১০ বছর বয়সী মেয়ে ওমিয়া এবং ৫ বছর বয়সী ছেলে ওমরকে সঙ্গে নিয়ে নিজেদের টিনশেড ঘরে ঘুমিয়ে ছিলেন। আকস্মিকভাবে পুরো ঘরে আগুন লেগে যায়। এতে ঘরের ভেতরেই পুড়ে ওই ৩ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় অলিকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন: পুড়ে গেছে ২ হাজার ঘর