বোরো মৌসুমে নাটোরের জন্য উত্তোলন করা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার পাচারের সময় ছয়জনকে আটক করেছে র্যাব র্যাব। এ সময় তিনটি ট্রাকে থাকা এক হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বামিহাল-শেরপুর সড়কে বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা এই অভিযান চালান। আটক ব্যক্তিরা নাটোরের নামে উত্তোলন করা সার কালোবাজারির মাধ্যমে নাটোরের সার ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে রাতের অন্ধকারে পাচার করছিল। সারগুলো সিংড়া উপজেলার জামতলী বাজারে পাঠানোর জন্য ভুয়া চালান তৈরি করে কথিত সার ব্যবসায়ী তুলা মিয়া সেগুলো বগুড়ার ধুনটে পাচার করছিল।
এ ঘটনায় ট্রাকের ছয় চালক ও সহযোগীকে আটক করে জব্দ করা সারসহ বগুড়ার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ধলেশ্বরীতে ট্রলারডুবি: আটক ৪, লঞ্চ জব্দ