নাটোরের আব্দুলপুর জংশন স্টেশনে আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে এই কমিটি করা হয়।
আব্দুলপুর স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ জানান, রবিবার রাতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার তদন্ত কমিটি গঠন করে আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রবিবার বিকাল পৌনে ৫টার দিকে আব্দুলপুর জংশনে প্রবেশের সময় ব্রেক কাজ না করায় ট্রেনটির ইঞ্জিন ও পেছনের পাওয়ার কার লাইনচ্যুত হয়ে যায়।
এরপর প্রায় আড়াই ঘন্টা ট্রেনটি আটকে থাকার পর বিকল্প ইঞ্জিনের সাহায্যে ঢাকা অভিমুখে রওনা হয়। পরে রাত দেড়টার দিকে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার করে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৪৮