নাটোরে থানায় নিয়ে আসামি নির্যাতনের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের আদেশ স্থগিত করেছেন জেলা জজ আদালত।
শনিবার (১৬ জুলাই) দুপুরে জেলা জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম আইনের বাধ্যবধকতা উল্লেখ করে নিম্ন আদালতের দেওয়া আদেশ স্থগিত চেয়ে জেলা জজ আদালতে রিভিশন দায়ের করেন।
আরও পড়ুন: নাটোরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়া থেকে উদ্ধার
সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন রিভিশন আবেদন গ্রহণ করে নিম্ন আদালতের দেওয়া আদেশ স্থগিত করেন।
নাটোরের লালপুরে অটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তার ৩ আসামিকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে আনে আসামিরা।
এ প্রেক্ষিতে মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন, ওই থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান, ওমর ফারুক শিমুল ও এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রতিবেদন জমা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন বিচারিক হাকিম মোসলেম উদ্দিন।
জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী মজিবর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নাটোরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নৌবাহিনীর সদস্য নিহত