নাটোরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে জেলার সদর উপজেলা ও বাগাতিপাড়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন-বাবা শুকুর আলী (৩৫), ছেলে আমির হামজা শুভ (১৩) এবং বোরহান কবীর শপথ (২৩)।
জানা যায়, রবিবার বিকালে নাটোর সদর উপজেলার গুনাড়িগ্রামে নিজ বাড়িতে চার্জার রিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শুকুর আলী। বিষয়টি দেখতে পেয়ে তার স্কুলশিক্ষার্থী চেলে আমির হামজা শুভ তার বাবাকে উদ্ধার করতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
অন্য স্বজনরা বিষয়টা দেখতে পেয়ে বিদ্যুৎ লাইন খুলে দিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা-ছেলে দুজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
অন্যদিকে, একই সময় বাগাতিপাড়া উপজেলার মিশ্রিপাড়া অদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে বোরহান কবীর শপথ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শপথের বাড়ি পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিনি ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে কোনো অভিযোগ থানায় আসেনি।
আরও পড়ুন: বগুড়ায় হালখাতার মাইক টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু