নাটোরের লালপুরে সৌদি প্রবাসীর কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সাতজন হ্যাকারকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, আটক মো. বেলাল, মেহেদী হাসান, মো. শিমুল, মো. মোহন, শাহ পরান, মো. রবি ও মো. রুবেল প্রবাসী ওয়াসিমের অডিও, ভিডিও বার্তা আদানপ্রদানের মাধ্যম ইমো অ্যাকাউন্ট হ্যাক করে।
ওয়াসিমের ভাই মনিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে র্যাব নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে হ্যাকারদের আটক করে।
র্যাব হ্যাকারদের থেকে ১৫ হাজার ৫০০ টাকা ও ইলেকট্রনিক ডিভাইসও উদ্ধার করেছে বলে জানান ফরহাদ।
তিনি বলেন, 'আমরা হ্যাকারদের বিরুদ্ধে একটি মামলা করেছি এবং তাদের লালপুর থানায় হস্তান্তর করেছি।'
আরও পড়ুন: চট্টগ্রামে পিবিআই’র মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখালো আদালত
আদালত চত্বর থেকে ২ জঙ্গি ছিনতাই: গ্রেপ্তার রাফির ৭ দিনের রিমান্ড