নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া তিন শ্রমিকের মধ্যে মামুন (২৭) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শতভাগ দগ্ধ মামুন মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাততলা ভবনের একটি ফ্ল্যাটে আকস্মিক গ্যাস বিস্ফোরণে মামুনসহ তার অপর দুই সহকর্মী দগ্ধ হন। এরপর তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন জানান, হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিক পারভেজের (২৮) শতভাগ পুড়ে গেছে এবং জীবনের (২০) ৩০ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধদের সহকর্মী রিয়াজ জানান, দগ্ধ তিনজনই অনন্ত অ্যাপারেল গার্মেন্টস এর পোশাক শ্রমিক। সিদ্ধিরগঞ্জ ইপিজেডের এর উল্টো পাশে অবস্থিত একটি সাততলা ভবনের চতুর্থ তলায় এ বিস্ফোরণ ঘটে।
তিনি আরও জানান, দগ্ধ তিনজনই গতকাল নাইট করে এসে রেস্ট নিয়ে আবার আজকে নাইট ডিউটির জন্য তৈরি হচ্ছিল। দগ্ধ মামুন হলেন হেল্পার, জীবন অপারেটর ও পারভেজ সুপারভাইজার হিসেবে অনন্ত অ্যাপারেল হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: রূপগঞ্জে রাইস মিলে অগ্নিকাণ্ড: দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু
আরও পড়ুন: চট্টগ্রামে পুরাতন চেম্বার ভবনে অগ্নিকাণ্ড
বিস্ফোরণের ফুলকি থেকে কেরানীগঞ্জের টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ড