নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ১৭ কেজি আট গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার সিদ্ধিরগঞ্জের শিমরাইলে চিটাগাং রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-চাঁদপুরের মতলবের মজলিসপুর গ্রামের রুস্তম আলী সিকদারের ছেলে মো. সজিব হোসেন (২৪) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের পবনকুল গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে মো. মোমেন (৪৫)।
আরও পড়ুন: নড়াইলে আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেপ্তার: র্যাব
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক হয়ে একটি প্রাইভেট কার যোগে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক দ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছে। এমন সংবাদ সিদ্ধিরগঞ্জের শিমরাইলে চিটাগাং রোড এলাকায় চেকপোস্ট বসায়। এসময় একটি প্রাইভেট কার ১৭ কেজি আট গ্রাম গাঁজা ও নগদ ৭০০ টাকাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।