দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে শনিবার (১৮ নভেম্বর) বিএনপির নেতা-কর্মীসহ ৮জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান জানান, গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত মোট ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: বেনাপোলে পুকুরপাড় থেকে ১৬টি ককটেল উদ্ধার
গত ১৮ নভেম্বর কক্সবাজারে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু তালেব মাসুম, নারায়ণগঞ্জ জেলা জিয়ামঞ্চের সভাপতি জজ মিয়াকে গ্রেপ্তার করে র্যাব।
ঢাকার কদমতলী এলাকা থেকে ৬১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরনবী পাশা সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বান প্রধান বিচারপতির