চাঁদপুরের মতলবে মেঘনা নদী থেকে নিখোঁজের তিন দিন পর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। নিহত সুষ্মিত সাহা নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
রবিবার সকালে নদীতে টহল দেয়ার সময় লাশটি ভেসে উঠলে তা উদ্ধার করে পরিবারের সদস্যদের জানানো হয়।
আরও পড়ুন: নাটোরে আনসার সদস্যের লাশ উদ্ধার, ভাবি আটক
মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ইউএনবি কে জানান, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী নিয়ে এমভি প্রিন্স কামাল-১ নামে লঞ্চযোগে দুপুরে চাঁদপুর জেলার মতলব উত্তরের মোহনপুর পর্যটন কেন্দ্রে আসে।
এ সময় শামস ও সুষ্মিত সাহা অন্য সহপাঠীদের সঙ্গে নদীর পাড়ে গোসল করার সময় নদীতে তলিয়ে যায়।
শামসকে সহপাঠীরা উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডিউটি ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
অন্যদিকে সুষ্মিতকে সবাই খোজাখুঁজি করলেও তাকে উদ্বার করতে পারেনি। পরে কোস্ট গার্ড, নৌপুলিশ ও ফায়ার ব্রিগেডের ডুবুরীদল অনেক চেষ্টা করেও গত বৃহস্পতিবার ও শুক্রবার বিকাল পযর্ন্ত নিখোঁজ সুষ্মিতকে খুঁজে পায়নি।
অবশেষে রবিবার সকালে তার লাশ ভেসে উঠলে তা উদ্ধার করে মোহনপুর নৌপুলিশ টিম। এ উদ্ধার অভিযানের নেতৃত্ব দিয়েছেন চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম।
তিনি জানান, আইনানুগ ব্যবস্থা নেয়ার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে মেহগনি বাগান থেকে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার