খুলনার পাইকগাছায় নিখোঁজের তিন দিন পর চিংড়ি ঘেরে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম বিশ্বজিৎ সানা।
বুধবার (৯ আগস্ট) সকাল ৭টার দিকে সোলাদানা আমুরকাটা দীঘা সীমানায় প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন চিংড়ি ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
এরপর সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত বিশ্বজিৎ সানা সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত মনোরঞ্জন সানার ছেলে।
আরও পড়ুন: রাজধানীতে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার
পারিবারিক সূত্রের উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, গত রবিবার রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়েছিলেন। তবে পরের দিন সকালে তাকে আর ঘরে দেখা যায়নি। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও পরিবারের লোকজন তার কোনো সন্ধান পায়নি।
সর্বশেষ বুধবার সকালে স্থানীয় বাসিন্দা সুশান্ত জানান, পঙ্কজ সরদারের চিংড়ি ঘেরে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে বিশ্বজিতের বলে শনাক্ত করলে থানা পুলিশে খবর দেওয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন জানান, বিশ্বজিৎ সানা গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নিহত বিশ্বজিতের হত্যার মোটিভ উদঘাটনে চুরি ও পরকীয়ার সূত্র ধরে তদন্তকাজ চলছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার