নিখোঁজের সাত দিন পর সিরাজগঞ্জের বেলকুচির ভ্যানচালক ফকির চাঁনের (৩২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে অটোভ্যান ও মোবাইল ফোন উদ্ধারসহ হত্যাকাণ্ডে জড়িত দুই হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভ্যানচালক ফকির চাঁন উপজেলার গাবগাছি গ্রামের হজরত প্রামানিকের ছেলে।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদ থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো- উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের বলরাম চন্দ্র রাজবংশীর ছেলে মাছ ব্যবসায়ী সঞ্জীত চন্দ্র রাজবংশী (৩৫) এবং কামারখন্দ উপজেলার ভারাঙ্গা গ্রামের মৃত বেলার হোসেনের ছেলে মো. আব্দুর রহিম।
সামিউল আলম জানান, ১৭ অক্টোবর রাত ৩টার দিকে অটোভ্যান নিয়ে ফকির চাঁন কাজের জন্য বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি।
তবে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান ফেসবুকে নিখোঁজ সংবাদের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে থানায় একটি মিসিং ডায়রি করেন।
এরপর পুলিশের একটি টিম মাঠে নামে এবং নিখোঁজের সঙ্গে জড়িত সন্দেহে সঞ্জীত চন্দ্র রাজবংশীকে আটক করে।
এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার (২৩ অক্টোবর) রাতে উল্লাপাড়া উপজেলার শ্রীফলগাঁতী গ্রামে রেললাইনের পাশে নিপিয়ার ঘাসের মধ্য থেকে ভ্যানচালক ফকির চাঁনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সঞ্জীত চন্দ্র রাজবংশী পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেলকুচি কড়ইতলা মোড় থেকে ১৭ অক্টোবর রাত ৪ দিকে উল্লাপাড়া থেকে মাছ আনার কথা বলে ফকির চাঁনের ভ্যানটি ভাড়া করে এবং উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজ এলাকায় নির্জন স্থানে ভ্যানটি থামাতে বলে।
এ সময় ভ্যানচালক ভ্যান থামিয়ে নামার পর তার গলায় দড়ি পেঁচিয়ে মাটিতে ফেলে দেয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করার উদ্দেশ্যে নেপিয়ার ঘাসের মধ্যে ফেলে অটোভ্যান ও ভ্যানচালক ফকির চাঁনের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।
পরে কামারখন্দ উপজেলার মো. রহিম নামের এক ব্যক্তির কাছে চোরাই ভ্যানটি বিক্রয় করে। পুলিশের অভিযানে দুইজন আসামিকে গ্রেপ্তারসহ অটোভ্যান ও মোবাইল ফোন উদ্ধারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রডটি জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: রাজশাহীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার