সড়কে নিরাপত্তা ও গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করতে সরকারের ব্যবস্থা নেয়ার দাবিতে রবিবার আবারও রাজধানীর রাস্তায় নেমেছে কলেজ শিক্ষার্থীরা।
দুপুর ১২টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর সড়কের রাপা প্লাজার সামনে বিভিন্ন কলেজের কয়েকশ’ শিক্ষার্থী জড়ো হয়ে সড়কে ব্যারিকেড দিয়ে তাদের দাবি জানায়।
জ্বালানির মূল্যবৃদ্ধির পর সাম্প্রতিক পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা শিক্ষার্থীদের পরিবহন সেক্টরে বিশৃঙ্খলার বিরুদ্ধে তাদের আওয়াজ তুলতে উদ্বুদ্ধ করে।
আরও পড়ুন: অর্ধেক বাস ভাড়ায় শিক্ষার্থীদের সমর্থন দিয়েছে বিএনপি
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, মিরপুর সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
এছাড়া একই দাবিতে নগরীর উত্তরা, শান্তিনগর ও রামপুরা এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
ট্রাফিক ইন্সপেক্টর (উত্তরা) আক্তার হোসেন জানান, দুপুরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তবে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেয় তারা।
আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসে ভাড়া অর্ধেক: ওবায়দুল কাদের