বুধবার প্রকাশিত কার্যতালিকা অনুযায়ী, বিষয়টি বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চের ২৯ সেপ্টেম্বরের কার্যতালিকায় ১ নম্বরে রয়েছে।
ক্ষতিপূরণের রুলসহ পাঁচটি মামলার রায়ের জন্য বেঞ্চটি গঠন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এ বেঞ্চ বসবে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘আজকে কজলিস্ট দেখলাম। মামলাটি রায়ের জন্য ২৯ সেপ্টেম্বর এক নম্বর আইটেম হিসেবে রাখা হয়েছে।’
জাহালমকে আসামি করে ঋণ জালিয়াতির মামলায় জড়ানোয় ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে জারি করা রুলের ওপর শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি।
তখন খুরশীদ আলম বলেছিলেন, ‘জাহালমের ক্ষতিপূরণের বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি সম্পন্ন হয়েছে। আদালত রায়ের জন্য সিএভি রেখেছেন। অর্থাৎ যে কোনো দিন এ রায় ঘোষণা করা হবে।’
প্রসঙ্গত, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু দুদকের ভুলে সালেকের বদলে তিন বছর ধরে কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের জাহালমকে। এ নিয়ে গত বছরের ৩০ জানুয়ারি সংবাদ প্রকাশিত হলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে।
সব পক্ষের বক্তব্য শুনে ওই বছরের ৩ ফেব্রুয়ারি নিরপরাধ পাটকল শ্রমিক জাহালমকে অর্থ জালিয়াতির মামলা থেকে অব্যহতি দিয়ে ওই দিনই মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, সে দিন রাতে জাহালম কারাগার থেকে মুক্তি পান।