আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সারাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী ১০ জানুয়ারি পর্যন্ত র্যাব সদস্যরা সব সংসদীয় আসনে মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের দায়িত্ব পালন করবেন।
এছাড়া সারাদেশে ২৫টি অস্থায়ী র্যাব ক্যাম্প স্থাপন করা হবে বলেও জানান তিনি।
তারা ভোটকেন্দ্রে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ভোট গণনায় ভূমিকা রাখবে। এরই ধারাবাহিকতায় নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রতিটি আসনে কমপক্ষে দুটি করে টহল দল মোতায়েন করা হবে এবং প্রতিটি ব্যাটালিয়নে রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দুটি করে টহল দল রাখা হবে।
এ ছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৭০০টির বেশি টহল দল দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: রাজধানীতে র্যাবের অভিযানে ছাত্রদলের ২ নেতা-কর্মী গ্রেপ্তার
গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এবং নিজস্ব সুইপিং ও বোমা নিষ্ক্রিয়কারী দল প্রস্তুত রাখা হবে।
এছাড়া, প্রয়োজনে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড মোতায়েন করা হবে।
র্যাব ফোর্সেস হেডকোয়ার্টার্সের বিশেষ বাহিনী যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
৭টি জোনে বিভক্ত র্যাব ফোর্সেস হেড কোয়ার্টার্সের বোমা ডিসপোজাল ইউনিট মোতায়েনের জন্য সর্বদা প্রস্তুত থাকবে।
ডগ স্কোয়াডের ১০টি দলকে র্যাব ফোর্স হেড কোয়ার্টারে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।
সারাদেশে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতাকারীদের চিহ্নিত করা হয়েছে: র্যাব